সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন হাসিনা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৩০ এএম

‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন হাসিনা

ছবি - সংগৃহীত

দীর্ঘ ৪৪ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির পদে থাকা শেখ হাসিনা এবার দলের নেতৃত্ব নিয়ে একটি নতুন পরিকল্পনা চূড়ান্ত করেছেন। তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে দলের শীর্ষ নেতৃত্বে আনার এই পরিকল্পনাটি অনেকটা ভারতের কংগ্রেস দলের 'রাহুল-প্রিয়াঙ্কা মডেল'-এর মতোই।

গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে, যা এখন এই নতুন পরিকল্পনার মূল কারণ।

বর্তমানে ভারতের মাটিতে অবস্থান করছেন শেখ হাসিনা। এই পরিস্থিতিতে দলীয় কার্যক্রম পরিচালনা এবং নেতৃত্ব সংক্রান্ত অমীমাংসিত বিষয়টির সমাধান করার জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

সায়মা ওয়াজেদ সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'রিজিওনাল ডিরেক্টর' পদ থেকে অনির্দিষ্টকালের ছুটিতে যাওয়ার পর পূর্ণাঙ্গভাবে রাজনীতিতে সক্রিয় হয়েছেন।

তিনি মায়ের সঙ্গে একই শহরে থাকায় সরাসরি তাকে সাহায্য করতে পারছেন, যেমন: ভাষণের খসড়া তৈরি করা এবং বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করা।

অন্যদিকে, সজীব ওয়াজেদ জয় মায়ের পর দলের প্রধান মুখপাত্র হিসেবে কাজ করছেন এবং দেশ-বিদেশের গণমাধ্যমে দলের অবস্থান তুলে ধরছেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তিনি ধীরে ধীরে তার ছেলে-মেয়ের ওপর অনেক দায়িত্ব ছেড়ে দিচ্ছেন।

বর্তমানে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব একটি ত্রিভুজাকার কাঠামোর মাধ্যমে পরিচালিত হচ্ছে। শেখ হাসিনা এবং সায়মা ওয়াজেদ দিল্লিতে, সজীব ওয়াজেদ আমেরিকায় এবং দলের গুরুত্বপূর্ণ নেতারা কলকাতায় অবস্থান করছেন।

এই নতুন কাঠামোতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনেকটা উপেক্ষিত বলে জানা গেছে। প্রায় দশ মাস ধরে তিনি ভারতে থাকলেও দলীয় সভাপতির সঙ্গে তার দেখা হয়নি।

পরিবর্তে শেখ হাসিনা এখন বেশি ভরসা রাখছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম এবং আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের ওপর।

এই তিন নেতা নিয়মিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দলের কার্যক্রম পরিচালনা করছেন।

এই মডেলের মূল ভিত্তি হলো, বয়সের কারণে সোনিয়া গান্ধী রাজনীতি থেকে কিছুটা দূরে সরে গেলেও তার ছেলে-মেয়ে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী দলের নেতৃত্ব দিচ্ছেন।

রাহুল গান্ধী সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং প্রিয়াঙ্কা গান্ধী তার গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করছেন। শেখ হাসিনা তার ছেলে-মেয়ের ক্ষেত্রেও ঠিক একই ধরনের ফর্মুলা প্রয়োগ করতে চাইছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

এই পরিবারের সঙ্গে গান্ধী পরিবারের পারিবারিক সম্পর্কও দীর্ঘদিনের।