সেপ্টেম্বর ৮, ২০২৫, ০২:২৫ পিএম
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ গাজা সিটিতে আরও হামলা বৃদ্ধির হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘আজ গাজা সিটির আকাশে এক শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানবে, আর সন্ত্রাসের টাওয়ারগুলোর ছাদ কেঁপে উঠবে।’
কাৎজ আরও লিখেছেন, ‘গাজায় হামাসের খুনি ও ধর্ষকরা এবং বিদেশের বিলাসবহুল হোটেলে বসে থাকা নেতাদের জন্য এটি শেষ সতর্কবার্তা: জিম্মিদের মুক্তি দাও, অস্ত্র নামিয়ে রাখো — না হলে গাজা ধ্বংস হয়ে যাবে এবং তোমরা নিশ্চিহ্ন হবে।’ তিনি বলেন, ‘আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) তাদের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে এবং আমরা গাজাকে পরাজিত করার জন্য অভিযান সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছি।’
এই বার্তাটি এমন সময়ে এসেছে যখন ইসরায়েল গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বড় ধরনের সামরিক অভিযানের মঞ্চ প্রস্তুত করছে। উত্তর গাজার এই শহরে সাম্প্রতিক উচ্ছেদ শুরুর আগে প্রায় ১০ লাখ বাসিন্দা আশ্রয় নিয়েছিল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল জানিয়েছেন, এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ শহরটি ছেড়ে চলে গেছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রতিদিন গাজার একটি করে বহুতল ভবনে হামলা চালাচ্ছে। ইসরায়েল দাবি করছে, এসব ভবন হামাসের ব্যবহৃত ঘাঁটি। তবে বিশ্লেষকদের মতে, এই হামলাগুলো মূলত গাজার বাসিন্দাদের শহর ছেড়ে যেতে আরও চাপ বৃদ্ধি করার অংশ, যাতে পরবর্তী দখল অভিযান সহজ হয়।