সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

গাজা সিটিতে ইসরায়েলি হামলা: নিহত আরও ৬৫ জন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৪০ এএম

গাজা সিটিতে ইসরায়েলি হামলা: নিহত আরও ৬৫ জন

ছবি - সংগৃহীত

ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা সিটিতে তাদের সামরিক অভিযান আরও তীব্র করেছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানে একদিনে আরও অন্তত ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং শহরের আরেকটি বহুতল ভবন ধ্বংস করা হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, গাজা সিটিতে ইসরায়েলি সেনারা আল-রুয়া টাওয়ার নামে একটি বহুতল ভবন গুঁড়িয়ে দিয়েছে। ইসরায়েলের দাবি, বাসিন্দাদের সরে যাওয়ার কথা বলার পরেই তারা এই হামলা চালিয়েছে। তবে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, এ পর্যন্ত গাজা সিটিতে অন্তত ৫০টি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ শাওয়া বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। শত শত পরিবার তাদের আশ্রয় হারিয়েছে। ইসরায়েল এভাবে মানুষকে জোর করে দক্ষিণে সরাতে চাইছে, যদিও সেখানেও কোনো নিরাপদ জায়গা নেই।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তার সেনারা 'সন্ত্রাসী অবকাঠামো' এবং 'সন্ত্রাসীদের উচ্চ ভবন' ধ্বংস করছে। তবে আল-রুয়া টাওয়ার ছিল একটি পাঁচতলা ভবন, যেখানে ২৪টি অ্যাপার্টমেন্ট, দোকান, একটি ক্লিনিক এবং একটি জিম ছিল। এর আগে ইসরায়েলি হামলায় ১৫ তলা সউসি টাওয়ার এবং ১২ তলা মুশতাহা টাওয়ারও ধ্বংস করা হয়েছে।

গত আগস্টে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করার পর থেকে প্রায় ১ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।