সেপ্টেম্বর ৮, ২০২৫, ১২:৫৮ পিএম
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বেশিরভাগ দুর্যোগ মনুষ্যসৃষ্ট, এবং এই মুহূর্তে আমাদের ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। সোমবার রাজধানীর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যৌথ আয়োজনে ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা জলবায়ু নিয়ে অনেক কথা বললেও কাজ করি কম। কয়েকটি দেশ তো এই খাতে টাকাই খরচ করে না। তিনি বলেন, এটি এতটাই গুরুত্বপূর্ণ যে, যদি সঠিকভাবে এই সংকট মোকাবিলা করা না হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। তিনি উল্লেখ করেন, পটুয়াখালী ও পাথরঘাটার মতো এলাকা এখনো সেভাবে নজরে আসেনি।
তিনি আরও বলেন, ভি-২০ নামে একটি বৈশ্বিক জোট আছে যেখানে অনেক দেশের প্রতিনিধি ও দাতা সংস্থা থাকে। কিন্তু সবচেয়ে বড় ঘাটতি হলো আন্তরিকতার অভাব। অর্থ উপদেষ্টার মতে, জলবায়ু সংকট মোকাবিলা করতে হলে পাঁচটি পক্ষকে এক হতে হবে। এই পাঁচটি পক্ষ হলো—বিজ্ঞানী, নীতিনির্ধারক, প্রতিষ্ঠান, অর্থ সংস্থা এবং সবচেয়ে জরুরি হলো জনগণ। তিনি বলেন, যেকোনো দুর্যোগে সবার আগে জনগণই এগিয়ে আসে। ফায়ার সার্ভিসের লোক বা টিএনও-এর লোক পৌঁছানোর আগেই জনগণ সেখানে পৌঁছে যায়।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মানুষের তৈরি দুর্যোগ বাংলাদেশে কম নয়, আর প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। দুটোই আমাদের মোকাবিলা করতে হবে। তিনি বলেন, ৩০ বিলিয়ন ডলার দরকার, কিন্তু এক বিলিয়ন ডলারই আইএমএফ থেকে আনতে কষ্ট হয়ে যায়। তিনি আবারও জোর দিয়ে বলেন, বেশিরভাগ দুর্যোগ মনুষ্যসৃষ্ট, এবং এটি আমাদেরই মোকাবিলা করতে হবে।