সেপ্টেম্বর ৮, ২০২৫, ১১:২২ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পরিবেশ ও সমাজকল্যাণ সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নাঈম হোসেন। এ পদে মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও নাঈমের প্রার্থিতা বিশেষভাবে শিক্ষার্থীদের নজর কেড়েছে।
নাঈম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত আছেন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম, শিক্ষার্থীদের অধিকার আন্দোলন এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কাজে তিনি নিয়মিত অংশ নিচ্ছেন।
নিজের প্রার্থিতা প্রসঙ্গে নাঈম বলেন, "আমি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণকে আমার মূল দায়িত্ব হিসেবে দেখি। ক্যাম্পাসের সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পানির অপচয় রোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে আমি গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। একই সঙ্গে, প্রতিবন্ধী ও অসচ্ছল শিক্ষার্থীসহ সবার পাশে দাঁড়ানো আমার অঙ্গীকার।"
তিনি আরও বলেন, তিনি চান রাকসু নির্বাচন যেন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় এবং প্রশাসন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে কঠোর নজরদারি করে।
শিক্ষার্থীরা বলছেন, নাঈম হোসেনের অংশগ্রহণ রাকসু নির্বাচনে এক ইতিবাচক বার্তা বহন করছে। তার প্রতিদ্বন্দ্বিতা প্রমাণ করে যে শারীরিক সীমাবদ্ধতা কোনোভাবেই সামাজিক নেতৃত্ব ও দায়িত্ব পালনে বাধা নয়।
আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। এ নির্বাচনে পরিবেশ ও সমাজকল্যাণ সহ-সম্পাদকসহ মোট ২৩টি পদে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।