সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৫১ এএম
মানুষের পারস্পরিক বিবাদ ও সংঘাতের অন্যতম প্রধান কারণ হলো জিহ্বা ও হাতের অপব্যবহার। ইসলাম এই বিষয়ে গভীর সচেতনতা প্রদান করে এবং একজন প্রকৃত মুসলিমের পরিচয়কে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটানোর শিক্ষা দেয়। আল্লাহর রাসূল (সা.) একটি হাদিসের মাধ্যমে একজন প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্যকে সংক্ষেপে ও সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন।
আবদুল্লাহ ইব্নে আমর (রা.) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "প্রকৃত মুসলিম সে, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। আর প্রকৃত মুহাজির সে, যে আল্লাহ যা নিষেধ করেছেন তা ত্যাগ করে।" (সহিহ বুখারি, হাদিস: ১০)।
এই হাদিসের প্রথম অংশে বলা হয়েছে, একজন মুসলিমের কথা ও কাজ থেকে অন্য কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। এর অর্থ হলো, গালমন্দ, মিথ্যা অপবাদ, পরনিন্দা বা কটূক্তি করা থেকে বিরত থাকা এবং হাত দিয়ে কাউকে আঘাত করা, জুলুম করা কিংবা অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করা থেকে দূরে থাকা। একজন প্রকৃত মুসলিমের আচরণ হবে শান্তিপূর্ণ ও নিরাপদ।
হাদিসের দ্বিতীয় অংশটি 'মুহাজির' (হিজরতকারী) শব্দের এক গভীর অর্থ তুলে ধরে। সাহাবায়ে কিরাম (রা.) মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আল্লাহর নির্দেশে। কিন্তু রাসূল (সা.) আরও বড় ধরনের হিজরতের কথা বলেছেন - পাপের জীবন থেকে আল্লাহর আনুগত্যের জীবনে ফিরে আসা। যে ব্যক্তি আল্লাহর নিষেধ করা বিষয়গুলো যেমন—মিথ্যা, সুদ, ঘুষ, মাদক ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখে, সেই ব্যক্তিই প্রকৃত মুহাজির।