রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন আজ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২৫, ১১:৩৮ এএম

ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন আজ

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন আজ রবিবার (৭ সেপ্টেম্বর)। রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে এই প্রচারণার ইতি টানতে হবে। তাই শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন, তাদের প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরছেন।

গতকাল শনিবার ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। তাই অধিকাংশ প্রচারণাই হলকেন্দ্রিক পরিচালিত হয়েছে। গতকাল দিনের শুরুতে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান হাজী মুহম্মদ মুহসীন হলে প্রচারণা চালান। তিনি বলেন, “অতীতের অপরাজনীতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সুস্থ ও ঐক্যবদ্ধ রাজনৈতিক চর্চা দরকার। আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে একজন মানুষ হিসেবে গণ্য করা, নারী বা পুরুষ হিসেবে নয়।” তিনি আরও জানান, নির্বাচিত হলে নারী হেনস্তা রোধে একটি বিশেষ সেল গঠন করা হবে।

অন্যদিকে, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা হলগুলোর শিক্ষার্থীদের কাছে যান। তিনি নারী ভোটারদের ভোটকেন্দ্রে আনার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বলেন, “আমরা আশা করছি, মেয়েরাও ব্যাপকভাবে ভোট দিতে আসবে। আমরা এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছি।”

এছাড়াও, গতকাল অমর একুশে হলে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এস এম ফরহাদ এবং আবু বাকের মজুমদার। তারা সাংবাদিকদের কাছে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বিকালে মধুর ক্যান্টিনে জরুরি ব্রিফিং করেন স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের আচরণ রাজনৈতিক প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বৈষম্যমূলক। এ সকল অভিযোগের ভিত্তিতে ছাত্রদল বিকালে চিফ রিটার্নিং অফিসারের কাছে একটি অভিযোগপত্রও জমা দিয়েছে।

আজকের প্রচারণা শেষে মাঝখানে থাকবে একটি দিন, যা নীরব সময় হিসেবে গণ্য হবে। এরপর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সবার প্রত্যাশা, সব ধরনের আশঙ্কা ও অভিযোগকে ছাপিয়ে একটি সুষ্ঠু, সুন্দর এবং দৃষ্টান্তমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।