রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় ৬২ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘ সতর্ক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২৫, ১১:৪৬ এএম

গাজায় ইসরায়েলি হামলায় ৬২ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘ সতর্ক

ছবি - সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের বর্বর হামলায় কমপক্ষে ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ জনই গাজা নগরীর বাসিন্দা। হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, গত ২৩ মাস ধরে চলা আগ্রাসনে এখন পর্যন্ত ৬৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ৬২ হাজারের বেশি। গাজার স্থানীয় লোকজন জানিয়েছেন, সকাল থেকে অবিরাম বোমাবর্ষণ ও গোলাবর্ষণে তাদের মৃত্যু হয়। এই পরিস্থিতিতে জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি গাজা নগরী দখলের অভিযান চালিয়ে যায়, তাহলে পরিস্থিতি ‘বিপর্যয়কর’ রূপ নেবে।

জাতিসংঘের এই সতর্কতা উপেক্ষা করে গাজার বাসিন্দাদের নগরী ছেড়ে দক্ষিণ দিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। নির্দেশনার পরপরই নগরীর একটি বহুতল ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ভবনটিতে একাধিক বেসামরিক পরিবার আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

গত শুক্রবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৭০০তম দিন পূর্ণ হয়েছে। সেদিন গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা শুরু হওয়ার পর থেকে অন্তত ১৯ হাজার ৪২৪ শিশু নিহত হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি ৫২ মিনিটে একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের মধ্যে এক বছরের কম বয়সী প্রায় এক হাজার নবজাতকও রয়েছে।