শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

মারাকানায় চিলিকে হারিয়ে ব্রাজিলের বড় জয়

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:৩২ এএম

মারাকানায় চিলিকে হারিয়ে ব্রাজিলের বড় জয়

ছবি- সংগৃহীত

ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপের আগে নিজেদের শেষ হোম ম্যাচে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এই জয়ে পুরো দল এবং সমর্থকরা উৎসবে মেতে উঠেছে। এস্তেভাও উইলিয়ান, লুকাস পাকেতা এবং ব্রুনো গুইমারেসের গোলে এই জয় নিশ্চিত হয়। এই জয়ের মাধ্যমে চিলির বিপক্ষে ব্রাজিলের জয়ের সংখ্যা আরও বেড়ে ৫৩-তে দাঁড়াল।

ম্যাচজুড়ে স্বাগতিক ব্রাজিল একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলেছে। ৬৪ শতাংশ বল পজেশন রেখে তারা মোট ২২টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, চিলি মাত্র ৩টি শট নিতে পারলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি। ম্যাচের শুরু থেকেই ব্রাজিল গোলের জন্য মরিয়া ছিল। পঞ্চম মিনিটেই ক্যাসেমিরোর হেডে গোল হয়, তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।

অবশেষে, ম্যাচের ৩৭তম মিনিটে দর্শকদের জন্য আসল উৎসবের মুহূর্ত আসে। নিখুঁত দলীয় আক্রমণের পর এস্তেভাও উইলিয়ান অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেন। মাত্র ১৭ বছর ৪ মাস বয়সে গোল করে তিনি কিংবদন্তি পেলের পর সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে এই কীর্তি গড়লেন। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে চিলির মারিপানকে প্রথমে লাল কার্ড দেখানো হলেও, পরে ভিএআর দেখে সেটি বাতিল করে হলুদ কার্ডে রূপান্তর করা হয়।

দ্বিতীয়ার্ধে কোচ আনচেলত্তি দলের কৌশল পরিবর্তন করেন এবং বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কে মাঠে নামান। বদলি হিসেবে নামা লুইস হেনরিক ও লুকাস পাকেতা দারুণ পারফরম্যান্স দেখান। দ্বিতীয় গোলটি আসে লুকাস পাকেতার মাথা থেকে, যা ছিল লুইস হেনরিকের দুর্দান্ত একটি শটের প্রতিফলন। এর মাত্র চার মিনিট পর ব্রুনো গুইমারেস ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন, যা লুইস হেনরিকেরই আরেকটি শট থেকে আসে। বাকি সময়ে আর কোনো গোল না হলেও, ব্রাজিল বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।