শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

আফগানদের কাছে হার ভুলিয়ে আমিরাতকে হারাল পাকিস্তান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:১৫ এএম

আফগানদের কাছে হার ভুলিয়ে আমিরাতকে হারাল পাকিস্তান

ছবি - সংগৃহীত

আফগানিস্তানের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ায় পাকিস্তানের ফাইনাল নিশ্চিত করা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সংযুক্ত আরব আমিরাতকে ৩১ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। এই জয়ে দলের খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্স এবং আফগানদের কাছে হারের জ্বালা ভোলার স্বস্তি দেখা গেছে।

পাকিস্তানের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছেন ফখর জামান। তিনি ৪৪ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বাদশ হাফ সেঞ্চুরি। অপর প্রান্তে মোহাম্মদ নওয়াজ ২৭ বলে অপরাজিত ৩৭ রান করে ফখরকে যোগ্য সঙ্গ দেন।

এই জুটির দৃঢ়তায় ১১ ওভারে ৮০ রানে ৫ উইকেট হারানোর পরও পাকিস্তান ২০ ওভারে ১৭১ রানের শক্তিশালী সংগ্রহ দাঁড় করায়। শেষ পাঁচ ওভারে তারা ৭৪ রান তোলে, যেখানে শেষ দুই ওভারেই আসে ৪২ রান। ফখর জামান একাই শেষ ওভারে পাঁচটি বাউন্ডারি হাঁকান।

ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরমেন্সের পর বোলিংয়ে জ্বলে ওঠেন স্পিনার আবরার আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যানরা তার স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি।

আবরার ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং। তার দুর্দান্ত বোলিংয়ে আমিরাত ১৪০-৭ রানে থামে। তাদের ওপেনার আলিশান শরাফু একা ৬৭ রান করলেও তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না।

এই জয়ের মধ্য দিয়ে পাকিস্তান ৪ ম্যাচে ৩টি জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। একই সঙ্গে আফগানিস্তানও ফাইনালে উঠেছে, যারা শুক্রবার স্বাগতিক আমিরাতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে খেলবে।