সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৩:৩৭ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত এক র্যালি ও সমাবেশ থেকে দলটির নেতাকর্মীরা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে আনোয়ারা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির প্রতিটি নেতাকর্মী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ছিল, এখনো আছে এবং গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।
তিনি আরও বলেন, তার নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নেই এবং ভবিষ্যতেও তাদের প্রতি নির্দেশনা থাকবে যেন তারা খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক ধানের শীষ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন।
এই কর্মসূচিতে আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ ইসলামসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। র্যালিটি উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে শুরু হয়ে টানেল মোড়ে এসে শেষ হয় এবং সেখানেই একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।