ফাহিম সরকার
সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৩:০০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়া মহল্লার মো. ফাহিম সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের গঠনমূলক এবং তথ্যবহুল কনটেন্টের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। তার ভিডিও প্রকাশিত হলেই লাখো ভিউ হয়। শুধু বিরামপুর নয়, আশপাশের জেলা-উপজেলাতেও তার ভিডিও ছড়িয়ে পড়ছে এবং তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন।
কনটেন্ট নির্মাণের পাশাপাশি ফাহিম সরকারকে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডেও দেখা যায়। যেকোনো অন্যায়ের প্রতিবাদে তিনি সোচ্চার।
বর্তমানে তিনি "বিরামপুর প্রতিদিন" নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কাজ করছেন। একইসঙ্গে ব্যক্তিগত ফেসবুক পেজে ব্লগিং ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আয় করছেন।
বিরামপুর পূর্বপাড়ার বাসিন্দা আরাফাত হোসেন রাব্বি বলেন, "ফাহিম সরকার শুধু একজন ভালো কনটেন্ট ক্রিয়েটর নন, তিনি আমাদের এলাকার তথ্যচিত্র নিয়মিত তুলে ধরেন। অনেক গুরুত্বপূর্ণ খবর আমরা তার মাধ্যমে জানতে পারি। তাকে একজন সাহসী সাংবাদিকও বলা যায়। তিনি আমাদের গর্ব।"
নিজের অনুভূতি জানাতে গিয়ে ফাহিম সরকার বলেন, "আমি নিজেকে এখনও সফল বলতে চাই না। আমার লক্ষ্য অনেক দূর—সেদিনই সফল হবো, যেদিন আমার লক্ষ্য পূরণ করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন, যেভাবে আমাকে ভালোবাসছেন ভবিষ্যতেও যেন এভাবে ভালোবেসে যাবেন।"