বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

মোহনপুরে জেসি বান্ধব গ্রীন স্কুল উদযাপন, প্রকৃতি ও মানবতার শিক্ষায় নতুন উদ্যোগ

মো. ফরহাদ হোসেন

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৭:৩১ পিএম

মোহনপুরে জেসি বান্ধব গ্রীন স্কুল উদযাপন, প্রকৃতি ও মানবতার শিক্ষায় নতুন উদ্যোগ

ছবি-দিনাজপুর টিভি

শিক্ষার্থীদের প্রকৃতি ও মানবতার সঙ্গে সংযুক্ত করা এবং বিদ্যালয়কে শেখার কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় 'জেন্ডার, সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি (জেসি) বান্ধব গ্রীন স্কুল' উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান (চৌধুরী) শাহিন-এর সভাপতিত্বে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম-এর সহযোগিতায় চৌধুরীহাট উচ্চ বিদ্যালয় ও আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এবং চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোসরিফুল আলম। এছাড়া দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, ৪৮ দিনের বিশেষ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা দলবদ্ধভাবে বিদ্যালয়ে পরিবেশবান্ধব বাগান পরিচালনা করবে। এখান থেকে হাতে-কলমে শিক্ষা নিয়ে তারা ব্যক্তিজীবনে প্রয়োগ করতে পারবে, যা সমাজ পরিবর্তন ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, জেসি বান্ধব গ্রীন স্কুল শিক্ষার্থীদের পরিবেশবান্ধব সবুজায়ন অনুশীলনের মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান শাহিনুর রহমান (চৌধুরী) শাহিন বলেন, "জেসি বান্ধব গ্রীন স্কুল শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানেই সীমাবদ্ধ রাখবে না, বরং প্রকৃতির প্রতি ভালোবাসা, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ শেখাবে। আজকের শিশুরাই আগামী দিনের নাগরিক। তারা পরিবেশবান্ধব জীবনযাপন শিখলে সমাজ ও দেশ উপকৃত হবে।"

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের ম্যানেজার রবার্ট কমল সরকার। পরে অতিথিরা ও শিক্ষার্থীরা একসাথে বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত সবুজ বাগান পরিদর্শন করেন।