সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৮:৫৮ পিএম
আর্জেন্টিনার মাটিতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামছেন লিওনেল মেসি। এই ম্যাচটিই হতে পারে দেশের মাটিতে তার শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচ। এই খবরে শুধু আর্জেন্টিনা নয়, সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা আবেগাপ্লুত। ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনাজুড়ে চলছে ব্যাপক আয়োজন। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও আবেগপ্রবণ হয়ে পড়েন।
মেসি নিজে জানিয়েছেন, এই ম্যাচটি তার জন্য 'খুব, খুব বিশেষ'। তিনি বলেন, "আমি জানি না ভেনেজুয়েলার পর আর কোনো প্রীতি ম্যাচ বা প্রতিযোগিতামূলক ম্যাচ হবে কিনা, তবে এটি একটি বিশেষ ম্যাচ। তাই আমার পরিবার আমার সঙ্গে থাকবে: আমার স্ত্রী, আমার সন্তানরা, আমার বাবা-মা এবং আমার ভাই-বোন। আমরা এভাবেই মুহূর্তটাকে উপভোগ করতে চাই।"
২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতার পর থেকেই মেসির অবসর নিয়ে জল্পনা-কল্পনা চলছে। যদিও তিনি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলার ইঙ্গিত দিয়েছেন, তবুও ঘরের মাটিতে এটিই তার শেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ৩৮ বছর বয়সী এই তারকা ফুটবলারকে বিদায় জানানোর জন্য ৮৫ হাজার ধারণক্ষমতার এস্তাদিও মনুমেন্তালে কানায় কানায় পূর্ণ থাকবে বলে আশা করা হচ্ছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে টিকিট মূল্য অনেক বাড়িয়েছে।