সেপ্টেম্বর ৪, ২০২৫, ১২:১১ পিএম
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার স্টেটে একটি ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে ১০০ জনেরও বেশি যাত্রী ছিল। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার অভিযান অব্যাহত আছে। মঙ্গলবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নাইজারের সরকারি কর্মকর্তা বাবা আরা রয়টার্সকে জানিয়েছেন, নৌকাটি তুংগান সুলে থেকে দুগ্গা গ্রামের দিকে যাচ্ছিল। পথে জলের নিচে ডুবে থাকা একটি গাছের গুঁড়িতে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। ১০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন।
শাগুমি জেলার প্রধান সা'আদু ইনুয়া মুহাম্মদ জানান, তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার ভাষ্যমতে, নৌকাটিতে ১০০ জনের বেশি যাত্রী ছিল এবং তারা ৩১টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তিনি আরও জানান, মৃতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। নাইজার স্টেট ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ২ জন এখনো নিখোঁজ রয়েছেন।
সংস্থাটি আরও জানায়, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল এবং গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগাই দুর্ঘটনার মূল কারণ। নাইজেরিয়ায় বর্ষাকালে এমন নৌদুর্ঘটনা প্রায়ই ঘটে, যার প্রধান কারণগুলো হলো নিরাপত্তা বিধি উপেক্ষা, অতিরিক্ত যাত্রী বহন এবং খারাপ অবস্থার নৌযান ব্যবহার। বিশেষজ্ঞরা এই ধরনের দুর্ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা নজরদারি এবং সচেতনতামূলক কর্মসূচির ওপর জোর দিয়েছেন। তবে নাইজেরিয়া সরকার এখনো পর্যন্ত জাতীয় পর্যায়ের কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।