সেপ্টেম্বর ৬, ২০২৫, ১০:২০ এএম
পাকিস্তানের সাবেক ফেডারেল মন্ত্রী খাজা সাদ রফিক তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খানের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি এই ঘটনাকে 'লজ্জাজনক, অশ্লীল ও নিন্দনীয়' বলে আখ্যায়িত করেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে তোশাখানা মামলার শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আলিমা খানের দিকে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।
5647
সাদ রফিক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, এ ধরনের ঘটনা নিন্দনীয় এবং এটি 'ফ্যাসিস্ট মানসিকতার বহিঃপ্রকাশ'। তিনি এই ঘটনাকে অতীতে ঘটে যাওয়া একই ধরনের ঘটনার সঙ্গে তুলনা করেন। এর মধ্যে রয়েছে:
-
নওয়াজ শরিফকে জুতা নিক্ষেপ
-
খাজা আসিফের ওপর কালি নিক্ষেপ
-
মদিনায় মহানবী (সা.)-এর মসজিদে মরিয়ম আওরঙ্গজেবের ওপর হামলা
-
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালের ওপর হামলা
সাদ রফিক বলেন, যারা বিষের বীজ বপন করে, তারা কখনও প্রতিষেধকের ফল পেতে পারে না। তিনি এ ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত, প্রতিরোধ ও সর্বস্তরে নিন্দা করার আহ্বান জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, আদিয়ালা জেলের বাইরে আলিমা খান সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সে সময় দুই নারী তার দিকে ডিম ছুড়ে মারেন। পুলিশ ধারণা করছে, অভিযুক্তরা আলিমা খান তাদের প্রশ্নের জবাব না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ ওই দুই নারীকে আটক করে আদিয়ালা থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করছে। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং ইমরান খানের পরিবারের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।