শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
মালয়েশিয়ায় ঈদে মিলাদুন্নবী উদযাপন

মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:০৬ এএম

মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন

ছবি - সংগৃহীত

মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), যা দেশটিতে 'মওলিদুর রাসুল' নামে পরিচিত। এ উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে পুত্রাজায়া আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে প্রধান সমাবেশ অনুষ্ঠিত হয়। শুধু রাজধানী পুত্রাজায়া নয়, সারাওয়াক, জোহর, মেলাকা, নেগেরি সেম্বিলান, তেরেঙ্গানু, পেরাক, কেদাহ, পাহাং, সেলাঙ্গর ও পেনাংসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন, যার মধ্যে প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন। প্রতিটি সভা-সমাবেশে ফিলিস্তিনি জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

‘পেম্বাংগুন উম্মাহ মাদানি’ শীর্ষক প্রধান সমাবেশে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ও রাণী রাজা জরিথ সোফিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম, তার স্ত্রী এবং ধর্মবিষয়ক মন্ত্রীও অনুষ্ঠানে যোগ দেন। রাজা সুলতান ইব্রাহিম বলেন, নবী মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও ইসলামী মূল্যবোধ মেনে চললে মালয়েশিয়া ঐক্যবদ্ধভাবে সাফল্যের শিখরে পৌঁছাতে সক্ষম হবে।

প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক দফতরের আয়োজনে হাজারো কণ্ঠে নবীর দরুদ ও সালাম ধ্বনিত হয়। সরকারি ছুটির কারণে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও এতে অংশ নেন। এই অনুষ্ঠানে রাজা সুলতান ইব্রাহিম জাতীয় মওলিদুর রাসুল পুরস্কার প্রদান করেন, যা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের দেওয়া হয়।