শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

ইউক্রেন যুদ্ধে ভারতের অর্থায়ন নিয়ে হতাশ ট্রাম্প

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৯:৪৪ এএম

ইউক্রেন যুদ্ধে ভারতের অর্থায়ন নিয়ে হতাশ ট্রাম্প

ছবি - সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার বাণিজ্য দল ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি নিয়ে 'হতাশ'। হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। তিনি এই বিষয়ে ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেছেন।

কেভিন হ্যাসেট বলেন, "আমার মনে হয় বাণিজ্য দল এবং প্রেসিডেন্ট হতাশ যে ভারত এখনও রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে অর্থায়ন করছে।" তিনি আরও বলেন, "আমরা অবশ্যই চাই এটি উন্নত হোক।

" এর আগে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যানে' লেখেন, "মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে গভীরতম, অন্ধকারতম চীনের হাতে হারিয়েছি। তাদের জন্য একটি দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি!"

এদিকে, ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের এই অভিযোগের জবাবে বলেন, ইউরোপীয় ইউনিয়ন যখন রাশিয়ান গ্যাস কিনছে, তখন কেন শুধুমাত্র ভারতকে আলাদা করে দোষারোপ করা হচ্ছে? তারা আরও বলেন, ভারত তার জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার ৬৭.৫ বিলিয়ন ইউরোর পণ্য বাণিজ্য হয়েছিল, যা ভারতের মোট রাশিয়ার সঙ্গে বাণিজ্যের তুলনায় অনেক বেশি।

ভারতের ওপর থেকে বাণিজ্য সুবিধা প্রত্যাহার করে ট্রাম্প প্রশাসন ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক চাপানো হয়, যা আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এই শুল্কের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন আরও বাড়তে পারে।