শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

বিষাক্ত মদপানে মুন্সীগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ১০:০৯ এএম

বিষাক্ত মদপানে মুন্সীগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩

ছবি- সংগৃহীত

টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে শুক্রবার পর্যন্ত এই চারটি মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।

ইউনিয়নের চেয়ারম্যান মো. আনিছুর রহমান এই চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে, মৃত ব্যক্তিদের জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

মৃতদের পাশাপাশি আরও তিনজন এই বিষাক্ত মদপানের কারণে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) এবং সিজান বেপারি (২৬)। তাদের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, "এরকম কিছু আমার জানা নেই।" পুলিশের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, অবৈধ মদের কারবার সম্পর্কে পুলিশ অবগত থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

কর্তৃপক্ষের বক্তব্য: মদপানে মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি। স্থানীয় প্রশাসন থেকে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, অবৈধভাবে মদের কেনাবেচার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্য অনানুষ্ঠানিক তৎপরতা শুরু হয়েছে।