শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

লাশ পোড়ানো অন্যায়‍‍`: জামায়াতের আমিরের নিন্দা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ১০:০৩ এএম

লাশ পোড়ানো অন্যায়‍‍`: জামায়াতের আমিরের নিন্দা

ছবি- সংগৃহীত

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম ঘটনার পূর্বাপর বর্ণনা দিয়ে বলেন, গোয়ালন্দ উপজেলায় কোনো মিছিল হবে না বলে সর্বদলীয় ইমান আকিদাহ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সামনে বলেন যে, শুধুমাত্র সমাবেশ হবে, কোনো মিছিল নয়।

জেলা জামায়াতের আমির বলেন, "ব্যক্তিগতভাবে বিএনপির দুই গ্রুপের সঙ্গে আমি গোয়ালন্দ উপজেলা ইমান আকিদাহ সংরক্ষণ কমিটির আহ্বায়ক মাওলানা জালাল এবং অন্যান্য সদস্যর মধ্যে অধ্যক্ষ কে এ মুইত হিরা, কাশেম মন্ডলকে মিছিল না করার সিদ্ধান্তের বিষয়ে জানাই। তারা আমাকে আশ্বস্ত করে, তারা সেখানে আলোচনা করে ঠিক করে পরবর্তীতে আমাকে জানাবে। কিন্তু সেখানে মিছিল হবে সেটা আমার জানা ছিল না।"

তিনি আরও বলেন, "এ ঘটনায় আমি দুঃখিত। এ ঘটনা ন্যক্কারজনক। লাশ মাটি থেকে তুলে পোড়ানো আমার জীবনে আমি শুনিও নাই দেখিও নাই। এই ঘটনাকে আমি ধিক্কার জানাই। মৃত মানুষকে পোড়ানো বা বাড়িঘর লুট করা এটা সম্পূর্ণ অন্যায় ও অমানবিক।"

তিনি অভিযোগ করেন, এই ঘটনার সঙ্গে তাকে জড়িয়ে প্রশ্নবিদ্ধ করা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। তার সমস্ত বক্তব্য লাইভ আকারে আছে এবং তিনি যা বলেছেন তা মিডিয়ার সামনেই বলেছেন।