সেপ্টেম্বর ৪, ২০২৫, ০২:২৭ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি বড় ধাক্কা এসেছে। দেশটির ফেডারেল আদালত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছেন। আদালত রায় দিয়েছেন যে, ট্রাম্পের এই সিদ্ধান্ত বেআইনি ছিল এবং এটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীন মত প্রকাশের অধিকার লঙ্ঘন করেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিচারক অ্যালিসন বারোজ এই রায় দেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের প্রায় ২ বিলিয়ন ডলার গবেষণা তহবিল স্থগিত করার সিদ্ধান্ত ছিল বেআইনি। বিচারক শুধুমাত্র এই স্থগিতাদেশ বাতিলই করেননি, বরং সরকার যেন চলমান অনুদানগুলোর অর্থ আটকে না রাখে, সেই বিষয়েও নিষেধাজ্ঞা জারি করেছেন।
ট্রাম্প প্রশাসন গত এপ্রিল মাসে হার্ভার্ডের বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষ এবং 'র্যাডিক্যাল বামপন্থি' মতাদর্শের অভিযোগ এনেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়টির তহবিল স্থগিত করা হয়েছিল।
তবে বিচারক বারোজ তার রায়ে উল্লেখ করেন, হার্ভার্ডে ইহুদি-বিদ্বেষের উপস্থিতি থাকলেও এটি তহবিল বাতিলের আসল কারণ ছিল না। তিনি মনে করেন, সরকার তাদের নিজস্ব সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য এই ইস্যুটিকে ব্যবহার করেছে।
আদালতের এই রায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় বিজয়। এর ফলে বিশ্ববিদ্যালয়টির গবেষণা কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে পারবে। তবে বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।
এর ফলে হার্ভার্ডের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আইনি লড়াই অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং সরকারের ক্ষমতার সীমা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।