শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

১০ মেডিকেল কলেজে ১৯ হোস্টেল নির্মাণ, শুরু হলো কাজ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৮, ২০২৫, ০৮:৩৬ পিএম

১০ মেডিকেল কলেজে ১৯ হোস্টেল নির্মাণ, শুরু হলো কাজ

ছবি - সংগ্রহীত

স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের ১০টি সরকারি মেডিকেল কলেজে মোট ১৯টি হোস্টেল নির্মাণ প্রকল্প শুরু করেছে। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানুন।

শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে সরকার দেশের ১০টি সরকারি মেডিকেল কলেজে মোট ১৯টি নতুন হোস্টেল নির্মাণের কাজ শুরু করেছে। এই প্রকল্পের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে একটি নতুন ছাত্রী হোস্টেল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা নূরজাহান বেগম এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ১৯টি হোস্টেল পুরাতন ৮টি এবং নতুন ২টি মেডিকেল কলেজে নির্মাণ করা হবে। এর মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে একটি ১৫ তলা বিশিষ্ট ছাত্র হোস্টেল এবং দুটি ১২ তলা বিশিষ্ট ছাত্রী হোস্টেল নির্মিত হবে। ১৫ তলা ছাত্র হোস্টেলটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০১ কোটি ৭৭ লাখ টাকা, যেখানে ৯৩৬ জন ছাত্রের থাকার ব্যবস্থা থাকবে। অন্যদিকে, দুটি ১২ তলা ছাত্রী হোস্টেল নির্মাণে খরচ হবে ৪৬ কোটি ৫৩ লাখ টাকা এবং এতে ৫০৪ জন ছাত্রীর আবাসন সুবিধা থাকবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও পুরনো হোস্টেলে বসবাস করছিল। তিনি বলেন, "তাদের দীর্ঘদিনের দাবি ছিল, নতুন হোস্টেলের। এটা শুধু দাবি নয়, তাদের অধিকারও।" তিনি আশা প্রকাশ করেন যে নতুন এই হোস্টেলগুলো শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সৃজনশীলতার বিকাশের কেন্দ্র হয়ে উঠবে।

স্বাস্থ্য শিক্ষা সচিব ডা. মো. সারোয়ার বারী জানান, তিনি নিজেও এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন এবং এখানকার আবাসন সংকটের তীব্রতা সম্পর্কে অবগত। তিনি বলেন, নতুন হোস্টেলগুলোতে শুধু আবাসনই নয়, জিমনেশিয়াম এবং অন্যান্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সুবিধাও থাকবে, যা শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি উন্নত পরিবেশ তৈরি করবে।