শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পেল না ১৪১৮ শিক্ষার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৮, ২০২৫, ১১:২২ পিএম

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পেল না ১৪১৮ শিক্ষার্থী

ছবি- সংগৃহীত

একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির প্রথম মাইগ্রেশন ও দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার রাতে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, দ্বিতীয় ধাপেও বিপুল সংখ্যক শিক্ষার্থী কোনো পছন্দের কলেজে স্থান পায়নি, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী রয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, দ্বিতীয় ধাপে মোট ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে পারেনি। তাদের মধ্যে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪১৮ জন। একই সঙ্গে, ৪১৩টি কলেজে কোনো শিক্ষার্থীকেই সুযোগ দেওয়া হয়নি এবং ১০টি কলেজে কোনো আবেদনই করা হয়নি।

এর আগে গত ২০ আগস্ট প্রকাশিত প্রথম ধাপের ফলাফলেও একই চিত্র দেখা গিয়েছিল। সেবার মোট ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে সুযোগ পায়নি। প্রথম ধাপে বঞ্চিতদের মধ্যে জিপিএ ৫ প্রাপ্ত ৫ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী ছিল।

ফল দেখবেন যেভাবে শিক্ষার্থীরা একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) প্রবেশ করে ফল দেখতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এছাড়া, আবেদনের সময় দেওয়া মোবাইল ফোন নম্বরেও এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো হয়েছে। মনোনীত শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।