শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

ইসির রোডম্যাপে খুশি বিএনপি: মির্জা ফখরুল ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৮, ২০২৫, ১১:২৪ পিএম

ইসির রোডম্যাপে খুশি বিএনপি: মির্জা ফখরুল ইসলাম

ছবি- সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপ ঘোষণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সন্তুষ্টি প্রকাশ করেছে। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মনোভাব ব্যক্ত করেন।

তিনি বলেন, "রোডম্যাপ ঘোষণা হয়েছে। আমরা এতে আশাবাদী হয়েছি, এই রোডম্যাপ থেকে বোঝা যায়, নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। মূল কথা হচ্ছে আমরা খুশি... উই আর হ্যাপি।" জনগণের জন্য এটি সুসংবাদ কিনা জানতে চাইলে তিনি ‘জি’ বলে সম্মতি দেন।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। বিকেলে বনানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, "ইলেকশনের রোডম্যাপ আজ একটা এসেছে, এটা সুসংবাদ। মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে একটা নির্বাচন হোক।" তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার ও সংসদ প্রতিষ্ঠিত হবে যা জনগণের কাছে দায়বদ্ধ এবং জবাবদিহি থাকবে।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের পর দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং বড় আকারের একটি টার্ন অ্যারাউন্ড হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন এই রোডম্যাপ অনুমোদন করে। দুই ডজন কাজের এই কর্মপরিকল্পনায় সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপের কথা রয়েছে। এই কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনি আইন সংস্কার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি।