বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

ভুয়া হলফনামায় রাজউকের প্লট: রেহানা, টিউলিপের বিরুদ্ধে সাক্ষ্য

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৮, ২০২৫, ০৫:৩৯ পিএম

ভুয়া হলফনামায় রাজউকের প্লট: রেহানা, টিউলিপের বিরুদ্ধে সাক্ষ্য

ছবি- সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ পেতে নিজেদের 'ভাসমান, অসহায় ও গরিব' পরিচয় দিয়ে ভুয়া হলফনামা জমা দেওয়ার অভিযোগে শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন রাজউকের তিন কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালতে এই তিন মামলায় সাক্ষ্য দেন রাজউকের উপপরিচালক মো. মাহবুবার রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী।

দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) গণমাধ্যমকে জানান, প্লট বরাদ্দের জন্য জমা দেওয়া হলফনামায় মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। হলফনামাগুলোতে বলা হয়েছিল যে তাদের নামে কিংবা তাদের পোষ্যদের নামে ঢাকায় বা ঢাকার বাইরে কোনো সম্পত্তি নেই। কিন্তু বাস্তবে তাদের একাধিক প্লট ও বাড়ি রয়েছে। প্রসিকিউটর আরও বলেন, ফ্ল্যাট ও বাড়ির প্রয়োজন দেখিয়ে তারা নিজেদের গরিব ও অসহায় পরিচয় দিয়ে ভুয়া হলফনামা দিয়েছিলেন।

এদিন মামলার আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। ফলে জেরা প্রক্রিয়া হয়নি। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ৪ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই পৃথক তিনটি মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। এর মধ্যে শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৭ জনকে এক মামলায় এবং আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও শেখ হাসিনাসহ ১৮ জনকে অপর দুটি মামলায় আসামি করা হয়েছে।