শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সাফজয়ী ফুটবলার শান্তি মার্ডিকে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের সংবর্ধনা

ফরহাদ হোসেন

আগস্ট ২৮, ২০২৫, ০৮:১৪ পিএম

সাফজয়ী ফুটবলার শান্তি মার্ডিকে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের সংবর্ধনা

ছবি- ফরহাদ হোসেন

ভুটানের বিপক্ষে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত হ্যাটট্রিক করে বাংলাদেশকে ৪-১ গোলের জয় এনে দিয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আদিবাসী নারী ফুটবলার শান্তি মার্ডী। তার এই অসাধারণ সাফল্যে নিজ গ্রামসহ পুরো দেশের মানুষ উচ্ছ্বসিত।

জাতীয় দলের জার্সি গায়ে একাই তিন গোল করে দলের বড় জয় নিশ্চিত করার পর থেকেই শান্তি মার্ডীর নিজ গ্রাম দক্ষিণ পলাশবাড়ী আনন্দে মেতে ওঠে। গ্রামবাসী মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের মাধ্যমে তাদের প্রিয় ফুটবলারকে বরণ করে নেন।

তার এই গৌরবময় সাফল্যে ২৮ আগস্ট (বৃহস্পতিবার) সকালে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শান্তি মার্ডীকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। একইসাথে তাকে এবং ভবিষ্যতে আরও ভালো মানের খেলোয়াড় তৈরিতে সহায়তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুটবল উপহার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী (শাহিন), ক্রীড়া সংগঠক নাজিরুল ইসলাম নাজিরসহ স্থানীয় সংবাদকর্মীরা।

পরে জানা যায়, শান্তি মার্ডীর পরিবারের টেলিভিশন নেই। এই খবর জানতে পেরে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী তার ব্যক্তিগত পক্ষ থেকে একটি এলইডি টিভি উপহার হিসেবে শান্তির হাতে তুলে দেন।