বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

এশিয়া কাপের আগে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নেদারল্যান্ডস

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৮, ২০২৫, ০৩:৩৯ পিএম

এশিয়া কাপের আগে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নেদারল্যান্ডস

ছবি- সংগৃহীত

আসন্ন এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। মূলত ভারতের বিপক্ষে সিরিজ বাতিল হওয়ায় বিকল্প হিসেবে ডাচদের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে, এই সিরিজকে নিজেদের জন্য ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি হিসেবে দেখছে নেদারল্যান্ডস।

২৮ আগস্ট (বৃহস্পতিবার) থেকে সিলেটে অনুশীলন শুরু করেছে সফরকারীরা। এই সিরিজকে বিশ্বকাপের অভিযাত্রার সূচনা হিসেবে দেখছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে আমাদের প্রথম লক্ষ্য ছিল এশিয়ায় খেলার অভিজ্ঞতা অর্জন করা। বাংলাদেশের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আমাদের জন্য একেবারেই আদর্শ প্রস্তুতি।”

এর আগে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডস বাংলাদেশের বিপক্ষে খেলেছিল। এবারই প্রথমবারের মতো তারা বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে। এই সুযোগকে নিজেদের জন্য রোমাঞ্চকর হিসেবে দেখছেন ডাচ অধিনায়ক। এডওয়ার্ডস আরও বলেন, “বিসিবি যে সুযোগটা দিয়েছে, সেটা দারুণ। বিশ্বকাপের আগে আমাদের প্রস্তুতি যেমন হবে, তেমনি এশিয়া কাপের আগে বাংলাদেশও ভালো একটা পরীক্ষা দিতে পারবে। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

প্রস্তুতি ম্যাচ হলেও দুই দলের জন্যই এই সিরিজ গুরুত্বপূর্ণ। এটি এশিয়া কাপের আগে বাংলাদেশের শক্তিমত্তা ও দুর্বলতা যাচাইয়ের সুযোগ দেবে।