আগস্ট ২৮, ২০২৫, ০৩:০৪ পিএম
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী বছরের অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে চলতি বছরের ডিসেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
নতুন এই রোডম্যাপে নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ এবং সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে। এর মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই এই কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।