আগস্ট ২৮, ২০২৫, ০৫:৪৭ পিএম
সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে থাকা কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তার বন্ধু ও আরেক কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রাহী দাবি করেন, ক্যামেরার সামনে আফ্রিদি একরকম হলেও ব্যক্তিগত জীবনে সে সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত ভয়ংকর একজন মানুষ।
রাহীর ভাষ্যমতে, ইউটিউব ইন্ডাস্ট্রিতে তৌহিদ আফ্রিদিকে সবাই বাঘের মতো ভয় পেত। তিনি বলেন, "রাগ উঠলে সে বেল্ট খুলে আমাদের কুত্তার মতো পেটাতো, যেন আমরা মানুষ না, পোষা জন্তু।" তিনি আরও বলেন যে, আফ্রিদি প্রায়শই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের ভয় দেখাতেন।
রাহী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি আফ্রিদির বিরুদ্ধে অবস্থান নিলে এর ফলস্বরূপ তাকে ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। আফ্রিদি তাকে ভিডিও কল করে নিজের ক্ষমতা দেখানোর জন্য ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন।
আফ্রিদির চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে রাহী বলেন, "তার মনুষ্যত্ব নেই, শুধু প্রতিশোধের চিন্তা। কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, এই চিন্তাই তার মাথায়।"
আফ্রিদির ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিস্ফোরক তথ্য দিয়েছেন রাহী। তিনি দাবি করেন, অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে আফ্রিদির প্রেমের সম্পর্ক ছিল। এরপর রিসা নামের এক তরুণীকে তিনি বিয়ে করেন।
গত রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকা থেকে সিআইডি বিশেষ অভিযানে গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালত তাকে ৫ দিনের রিমান্ডে পাঠান।