বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন আরএস ফাহিম

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৮, ২০২৫, ১১:১৬ এএম

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন আরএস ফাহিম

ছবি- সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও সাম্প্রতিক বিতর্ক নিয়ে নীরবতা ভেঙেছেন। বুধবার (২৭ আগস্ট) বিকেলে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে নিজের অবস্থান স্পষ্ট করেন।

আরএস ফাহিম তার স্ট্যাটাসে লেখেন, তিনি "মানবিকতার দিক বিবেচনা করে ছাত্র আন্দোলনের পক্ষে" ছিলেন। তিনি দাবি করেন, নিজের ক্যারিয়ার এবং পরিবারের সুরক্ষার কথা ভুলে তিনি আন্দোলনে একাত্মতা পোষণ করেছিলেন এবং আর্থিকভাবে ও অনলাইন অ্যাক্টিভিটির মাধ্যমে আহতদের পাশে দাঁড়িয়েছিলেন। এই কারণে তাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি লেখেন, "উদ্দেশ্যে প্রণোদিত অনলাইন মব হলো, সব দফায় দফায় ক্লিয়ার করলাম, ট্যাগ লাগালেন “রাজাকার”, দিলেন ভুয়া মামলা, চাইলেন মামলা ক্লিয়ার করার জন্য বিপুল টাকা; দিতে ব্যর্থ হলাম, শুরু করলেন আবার ভুয়া ট্যাগ লাগানো।"

ফাহিম আরও অভিযোগ করেন যে, বিভিন্ন মহল তাকে ফাঁসানোর জন্য ভিন্ন ভিন্ন স্ক্রিপ্ট তৈরি করছে। একদল যারা তাকে ফাঁসাতে চান, তারা তার পূর্বের সম্পর্ক ও ছবি নিয়ে মিথ্যা মামলায় ফাঁসাতে চায়। আরেকদল, যারা পূর্বের ক্ষমতাসীন ছিল, তারা তাকে "বেঈমান" বলে আখ্যায়িত করে জেলে দিতে চায় বা হামলা করতে চায়, কারণ তিনি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন।

তিনি প্রশ্ন তুলেছেন, "তাহলে বলেন আমার দোষটা ঠিক কোন জায়গায়?" তিনি আরও লেখেন, তাকে "কিশোর গ্যাং" চালানোর তকমা দেওয়া হয়, যার কারণ হিসেবে তিনি বলেন, এই ছেলেগুলো তাকে ভালোবাসে এবং না ডাকলেও বারবার তার কাছে আসে।

সবশেষে আরএস ফাহিম তার স্ট্যাটাসে লেখেন, "কপালে কী আছে জানি না, কী হবে সেটাও জানি না। শুধু এতটুকু জানি, সব কালো চক্রান্ত ব্যক্তিগত আক্রমন থেকে রক্ষা করার মালিক আল্লাহ। ইনশাআল্লাহ আমি হারবো না, আপনাদের ভালোবাসা আমাকে ঠিকই রক্ষা করবে। সবাই ভালো থাকবেন সবসময়।"

আরএস ফাহিমের এই দীর্ঘ স্ট্যাটাস বিনোদন জগতের পাশাপাশি সামাজিক মাধ্যমগুলোতেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।