বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে জায়গা পেল ৩৬ দল

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৮, ২০২৫, ১১:৩৭ এএম

চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে জায়গা পেল ৩৬ দল

ছবি- সংগৃহীত

২০২৫-২৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ-পর্বের জন্য ৩৬ দলের তালিকা চূড়ান্ত হয়েছে। বাছাইপর্বের দ্বিতীয় লেগের ম্যাচগুলো শেষে বহু প্রতীক্ষিত এই তালিকাটি নিশ্চিত হয়েছে। এবারের আসরে চমক হিসেবে প্রথমবারের মতো ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ এই আসরের মূল পর্বে জায়গা করে নিয়েছে চারটি ক্লাব: সাইপ্রাসের পাফোস এফসি, নরওয়ের বোডো/গ্লিমট, কাজাখস্তানের কাইরাত আলমাটি এবং বেলজিয়ামের ইউনিয়ন সেইন্ট-জিলোয়া।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) মোনাকোতে এই টুর্নামেন্টের মূলপর্বের ড্র অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের ম্যাচগুলো মাঠে গড়াবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে। এই মৌসুমের ফাইনাল ২০২৬ সালের ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের ঐতিহাসিক পুসকাস এরেনায় অনুষ্ঠিত হবে।

  • রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা, আর্সেনাল, বায়ার লেভারকুসেন, অ্যাতলেতিকো মাদ্রিদ, বেনফিকা, আতালান্তা, ভিয়ারিয়াল, জুভেন্টাস, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, ক্লাব ব্রুজ, টটেনহাম হটস্পার, পিএসভি আইন্দহোভেন, আয়াক্স আমস্টারডাম, নাপোলি, স্পোর্টিং সিপি, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, বোডো/গ্লিম্ট, অলিম্পিক মার্সেই, এফসি কোপেনহেগেন, মোনাকো, গ্যালাতসারাই, ইউনিয়ন এসজি, কারাবাগ, অ্যাথলেটিক বিলবাও, নিউক্যাসল ইউনাইটেড, পাফোস ও কাইরাত।