আগস্ট ২৮, ২০২৫, ০৩:১৭ পিএম
যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই বাংলাদেশে 'পুশ ইন' করা হচ্ছে বলে দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি করেন বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী। তিনি বলেন, শুধুমাত্র যারা অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরই নিয়ম মেনে বিজিবির কাছে হস্তান্তর করা হচ্ছে। এখন পর্যন্ত ৫৫০ জনকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত ২,৪০০টি মামলা যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশ হাইকমিশন সহযোগিতা করছে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক বলেন, পুশ ইন প্রক্রিয়া সম্পন্ন করতে আইনের মধ্য থেকে বৈধ চ্যানেল ব্যবহার করা হচ্ছে। ধর্মীয় বা ভাষাগত কারণে কোনো ভারতীয় নাগরিককে পুশ ইন করা হচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, যদি কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকেন, তাহলে তাকে তাৎক্ষণিক গ্রহণ করা হবে।
একই সংবাদ সম্মেলনে সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে আলোচনার কথা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, এই বিষয়টি এবারের সম্মেলনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। সীমান্তে মরণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ করা, ঝুঁকিপূর্ণ এলাকায় রাতে টহল জোরদার করা এবং সীমান্ত হত্যা যেন আর না ঘটে, সে বিষয়ে উভয় পক্ষই প্রতিশ্রুতিবদ্ধ।
উভয় পক্ষ যৌথভাবে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, ঝুঁকিপূর্ণ এলাকায় সামাজিক-অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ এবং আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম প্রতিরোধে সম্মত হয়েছে।