বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

রক্ষণাবেক্ষণের জন্য তিন রাত বন্ধ কর্ণফুলী টানেলের এক টিউব

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৮, ২০২৫, ০৬:২৬ পিএম

রক্ষণাবেক্ষণের জন্য তিন রাত বন্ধ কর্ণফুলী টানেলের এক টিউব

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের একপাশের টিউব টানা তিন রাতের জন্য বন্ধ রেখে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। এ সময়ে বিকল্প পথে যান চলাচল করানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিবিএর জনসংযোগ কর্মকর্তা মো. সাসুদ রানা শিকদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮, ২৯ ও ৩০ আগস্ট এই তিন দিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত 'পতেঙ্গা হতে আনোয়ারা' টিউবের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এ সময় আনোয়ারা থেকে পতেঙ্গাগামী টিউবটি ব্যবহার করে উভয় দিকের যান চলাচল নিয়ন্ত্রণ ও অব্যাহত রাখা হবে।

বিবিএ আরও জানিয়েছে, এই রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে টানেলের জেট ফ্যান পরিষ্কার, রক্ষণাবেক্ষণ এবং রোড মার্কিংয়ের কাজ করা হবে। এই সময়ে টানেলের উভয় প্রান্তে যানবাহনকে সর্বনিম্ন পাঁচ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করেছে। এই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম একটি দেশের সারাদেশ-এর গুরুত্বপূর্ণ অবকাঠামোর দীর্ঘমেয়াদী স্থায়িত্বের জন্য অপরিহার্য।