আগস্ট ২৭, ২০২৫, ০৭:৩৮ পিএম
ক্ষমতা হারানোর পরও আওয়ামী লীগ এখনো দেশ, গণতন্ত্র এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুযোগ পেলেই তারা আবারও ছোবল দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। বুধবার (২৭ আগস্ট) সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির নব-নির্বাচিত কমিটির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জি কে গউছ দলের অভ্যন্তরে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়ে বলেন, “আমি চাই দলের মাঝে কোনো ফাটল থাকবে না। যারা কোন্দল ও মারামারি সৃষ্টি করবে, তাদের পরিণাম ভালো হবে না।” তিনি আরও বলেন, দলের জন্য তারেক রহমান ও খালেদা জিয়া ছাড়া আর কেউ অপরিহার্য নয়। তিনি অভিযোগ করেন, যারা গত আন্দোলনে ছিলেন না এবং জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন, তারা সুবিধাবাদী এবং দলের শুভাকাঙ্ক্ষী নন।
নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির যৌথ পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ চৌধুরী এবং জেলা যুবদল ও ছাত্রদলের নেতারা। সভায় দলের স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন।