আগস্ট ২৭, ২০২৫, ০৬:৪০ পিএম
চলতি বছরের এইচএসসি পরীক্ষার খাতা (উত্তরপত্র) নির্ভুলভাবে মূল্যায়নের জন্য সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের জন্য আগের নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত আরও দুই দিন সময় বাড়ানো হয়েছে। সম্প্রতি পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার উত্তরপত্র ইতোমধ্যে প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের হাতে হস্তান্তর করা হয়েছে। উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়নের সুবিধার জন্য এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরীক্ষকরা আরও সতর্ক ও নির্ভুলভাবে খাতা মূল্যায়ন করতে পারেন।
তবে কোন বিষয়ের খাতা মূল্যায়নের জন্য কত তারিখ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে, সেই সুনির্দিষ্ট তথ্য বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি। বোর্ড সূত্র জানিয়েছে, মূল্যায়ন প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় চাপ বা অনিয়মের সুযোগ তৈরি না করার জন্য এই তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছে।
পরীক্ষকদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, তারা বর্ধিত সময়ের মধ্যে খাতা মূল্যায়ন সম্পন্ন করে বোর্ডে জমা দিতে বাধ্য থাকবেন। এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে প্রধান পরীক্ষক ও পরীক্ষক উভয়েরই গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। প্রধান পরীক্ষক মূল্যায়নের দিকনির্দেশনা দেন এবং পরীক্ষকরা সেই নির্দেশনা অনুসরণ করে খাতা দেখেন।