আগস্ট ২৭, ২০২৫, ০৭:১৪ পিএম
মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’কে স্বতন্ত্র বিনিয়োগকারীর কাছে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, নগদ পরিচালনার মতো সক্ষমতা ডাক বিভাগের নেই। তাই নতুন বিনিয়োগকারী খুঁজতে এক সপ্তাহের মধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বুধবার (২৭ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গভর্নর আরও জানান, সরকারের উচ্চপর্যায়ে এই বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, আন্ত-লেনদেন ব্যবস্থা চালুর বিষয়ে গেটস ফাউন্ডেশনের মোজোলুপের সঙ্গেও কথা হয়েছে এবং তারা আগামী মাসে বাংলাদেশে আসবেন। তিনি বলেন, “আগের সরকার নিজেদের আত্মীয়স্বজন দিয়ে একটা প্রতিষ্ঠান বানিয়েছিল। সরকার পতনের সঙ্গে সঙ্গে তারাও হারিয়ে গেছে।”
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, শিগগিরই বেসরকারি খাতের ক্রেডিট ব্যুরোর জন্য অনুমোদন দেওয়া হবে এবং প্রাথমিকভাবে ৫টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে। তিনি আরও জানান, ভবিষ্যতে যাদের ট্রেড লাইসেন্স দেওয়া হবে প্রত্যেকের যেন কিউআর কোড থাকে, সে ব্যবস্থা করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আইসিএমএবি’র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ এখন আর্থিক রূপান্তরের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একটি ক্যাশলেস অর্থনীতি এখন আর শুধু ভবিষ্যতের লক্ষ্য নয়, বরং এটি বর্তমানের জরুরি বাস্তবতা।