মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

হিলিতে কমেছে কাঁচামরিচের দাম, ক্রেতাদের মাঝে স্বস্তি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৬, ২০২৫, ১০:৩০ এএম

হিলিতে কমেছে কাঁচামরিচের দাম, ক্রেতাদের মাঝে স্বস্তি

ছবি- সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে স্বস্তি এনেছে কাঁচামরিচের দাম। দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে মাত্র তিন দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের দাম ৪০ টাকা কমেছে। বর্তমানে দেশি এবং ভারতীয় দুই ধরনের কাঁচামরিচই ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিন দিন আগে যা বিক্রি হয়েছিল ১৬০ টাকা কেজি দরে।

হিলি বাজারের বিক্রেতারা জানান, স্থানীয় বাজারে দেশি কাঁচামরিচের সরবরাহ বেড়েছে এবং একই সঙ্গে ভারত থেকে আমদানিও হচ্ছে প্রচুর পরিমাণে। হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে মাত্র তিন দিনে এই স্থলবন্দর দিয়ে ১৩টি ট্রাকে ১৩২ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। এই সম্মিলিত সরবরাহ বৃদ্ধির কারণেই খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে। বিক্রেতারা কম দামে কিনে কম দামে বিক্রি করছেন।

দাম কমার কারণে সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। কাঁচাবাজার করতে আসা আশরাফুল ইসলাম নামের একজন ক্রেতা বলেন, "বেশ কিছু নিত্যপণ্যের দাম যখন বেড়েছে, তখন কাঁচামরিচের দাম কমাটা ভালো খবর। তবে প্রতি কেজি ৫০ টাকার মধ্যে এলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের অনেক সুবিধা হবে।" তিনি নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান, যাতে সব নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকে।