আগস্ট ২৩, ২০২৫, ০৫:০১ পিএম
দেশের বাজারে শাক-সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই মূল্যবৃদ্ধির মূল কারণ হলো বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যাওয়া। তিনি শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-র বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।
বর্তমানে বাজারে প্রায় সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। একমাত্র কাঁচা পেঁপে ছাড়া বেশিরভাগ সবজি প্রতি কেজি ৮০ টাকার উপরে বিক্রি হচ্ছে। করলা, বেগুন ও টমেটোর দাম প্রায় দেড়শ টাকা ছুঁই ছুঁই। প্রতি কেজি করলা ১০০ টাকা, শসা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, এবং টমেটো ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবজির দাম বাড়লেও আলুর দাম তুলনামূলকভাবে কম রয়েছে। তিনি আরও জানান, সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারিভাবে আলু ক্রয় করবে এবং দাম নির্ধারণ করে দেবে। তিনি বলেন, দেশের গবেষণা আরও জোরালো হলে বিদেশ থেকে বীজ আলু আমদানি করতে হবে না, যার ফলে আলুর উৎপাদন খরচ আরও কমে আসবে।