আগস্ট ২৭, ২০২৫, ০৮:৩৮ পিএম
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মতানৈক্য। এই ভিন্নমত দূর করে একটি সমন্বিত পথ বের করার চেষ্টা করছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলগুলোর দেওয়া পরস্পরবিরোধী মতামতগুলো কীভাবে সমন্বয় করা যায়, সেই উপায় খুঁজে বের করার পর আবার তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসা হবে।
আজ বুধবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ে ঐকমত্য কমিশনের এক বৈঠকে জুলাই সনদের সমন্বিত খসড়ার ওপর রাজনৈতিক দলগুলোর দেওয়া মতামতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই বৈঠকে সনদের চূড়ান্ত রূপ নির্ধারণ এবং এর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি ও নীতিগত কাঠামো নিয়েও আলোচনা হয়
ঐকমত্য কমিশন গত ১৬ আগস্ট ২৯টি রাজনৈতিক দলের কাছে তাদের মতামতের জন্য জুলাই সনদের খসড়া পাঠায়। দলগুলো এতে লিখিত মতামত প্রদান করে, যেখানে বিভিন্ন দাবি ও প্রস্তাবের পাশাপাশি বেশ কিছু বিষয়ে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে সংবিধানের ঊর্ধ্বে জুলাই সনদকে রাখা, গণভোট এবং পিআর পদ্ধতি চালু করার মতো কিছু বিষয়ে জোরালো মতবিরোধ দেখা গেছে।
ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আমরা বিশেষজ্ঞ মতামত নিচ্ছি। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আনুষ্ঠানিক সংলাপে বসবো।” তিনি জানান, সকলের মতামতের ভিত্তিতে দ্রুতই এই সনদ চূড়ান্ত করা সম্ভব হবে।
এই বৈঠকে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ-এর সভাপতিত্বে এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার-এর সঞ্চালনায় কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।