আগস্ট ২৭, ২০২৫, ০৮:৫১ পিএম
আসন্ন জাতীয় নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে চার দিনে ৮৪টি আসনের ওপর ১ হাজার ৮৯৩টি আবেদনের শুনানি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (২৭ আগস্ট) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ আগস্ট থেকে শুরু হয়ে এই চার দিনের শুনানিতে ৩৩টি জেলার ৮৪টি আসনের মোট ১ হাজার ৮৯৩টি আবেদন পর্যালোচনা করা হয়েছে। গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি ও আপত্তি ইসিতে জমা পড়েছিল। এই আপত্তিগুলো নিষ্পত্তি করে শিগগিরই চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।
এর আগে গত ৩০ জুলাই ইসি ৩০০ সংসদীয় আসনের খসড়া সীমানা পুনর্নির্ধারণ করে প্রকাশ করে। ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে এই খসড়ায় গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটি করার প্রস্তাব করা হয়। এছাড়া, মোট ৩৯টি আসনে পরিবর্তন আনা হয়েছিল।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ৬৪ জেলার গড় ভোটার সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫০০। এই গড় অনুযায়ী একটি আসন বাড়ালে তা গাজীপুরে হবে এবং এই গড়ের কম হওয়ায় বাগেরহাটে একটি আসন কমালে ভারসাম্য আসে। এই দুটি জেলা বাদে আর কোথাও কোনো বড় ধরনের পরিবর্তন নেই।