বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বেরোবিতে মশাল মিছিল

মুজতাহিদ হাসান

আগস্ট ২৮, ২০২৫, ১২:৪৪ এএম

বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বেরোবিতে মশাল মিছিল

ঢাকায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মশাল মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে মিছিল শুরু করে রংপুর ক্যাডেট কলেজ গেট পর্যন্ত প্রদক্ষিণ করেন। এ সময় তারা বুয়েট শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সাথে, বৃহস্পতিবার দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় 'কমপ্লিট শাটডাউন' ঘোষণার প্রতি একাত্মতা প্রকাশ করেন।