বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

নবাবগঞ্জের আশুরার বিলে দেশীয় মাছ উৎপাদনের সম্ভাবনা, বাধা দূষিত পানি ও নিষিদ্ধ জাল

অলিউর রহমান মিরাজ

আগস্ট ২৭, ২০২৫, ০৯:০৮ পিএম

নবাবগঞ্জের আশুরার বিলে দেশীয় মাছ উৎপাদনের সম্ভাবনা, বাধা দূষিত পানি ও নিষিদ্ধ জাল

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত আশুরার বিলকে দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের জন্য একটি সম্ভাবনাময় স্থান হিসেবে দেখা হচ্ছে। যথাযথ সুরক্ষা ও উদ্যোগ গ্রহণ করা হলে এই বিলের মাছ দিয়ে শুধু নবাবগঞ্জ নয়, পুরো জেলার চাহিদা পূরণ করা সম্ভব।

একসময় এই বিলে প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। তবে অভিযোগ উঠেছে, ২৩৮ হেক্টর আয়তনের এই সরকারি বিলে বর্তমানে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দূষিত পানি প্রবেশ করায় পানির গুণগত মান নষ্ট হচ্ছে।

মাছ উৎপাদন কমে আসার আরেকটি কারণ হলো নিষিদ্ধ জালের অবাধ ব্যবহার। বিশেষ করে 'ফিক্সড ইঞ্জিন' নামে এক প্রকার জালের মাধ্যমে পোনা মাছ পর্যন্ত নিধন করা হচ্ছে, যা মাছের বংশবৃদ্ধি ব্যাহত করছে।

উপজেলা মৎস্য দপ্তর মনে করে, স্থানীয়রা সচেতন হলে এবং পোনা মাছ নিধন বন্ধ করলে বিলে আশানুরূপ মাছ উৎপাদন সম্ভব। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিন জানান, নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে সরকারিভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে যোগাযোগ করা হচ্ছে। তিনি আরও জানান, বিলের বুড়িদহ নামক স্থানে ০.০৫ হেক্টর আয়তনের একটি অভয়াশ্রম রয়েছে। সবার সহযোগিতা পেলে বিলটিকে দেশীয় মাছে ভরপুর করা সম্ভব হবে।

উল্লেখ্য, খরা মৌসুমে এই বিলে বোরো চাষ করা হয়। তবে বর্ষাকালে প্লাবিত হওয়ার কারণে আমন চাষ তেমন হয় না। কয়েক বছর আগে পানি ধরে রাখার জন্য একটি ক্রসড্যাম স্থাপন করা হলেও সেটি ভেঙে যাওয়ায় এখন আর পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না।