বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

সাঘাটার উল্যাবাজারে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও মালামালসহ ৫.৫ লক্ষ টাকা উধাও

মোস্তাফিজুর রহমান

আগস্ট ২৭, ২০২৫, ০৪:১৮ পিএম

সাঘাটার উল্যাবাজারে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও মালামালসহ ৫.৫ লক্ষ টাকা উধাও

ছবি-দিনাজপুর টিভি

গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাবাজারে সুবাস সাহা স্টোরে সংঘবদ্ধ চোরের দল হানা দিয়ে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার নগদ অর্থ ও মালামাল চুরি করে নিয়ে গেছে।

দোকানের মালিক সুফল সাহা জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে পাঁচজনের একটি চক্র দোকানের শাটার বাঁকা করে ভেতরে প্রবেশ করে। তারা প্রায় সাড়ে তিন লক্ষ টাকা নগদ অর্থ এবং প্রায় দুই লক্ষ টাকার সিগারেটের কার্টুন নিয়ে যায়।

খবর পেয়ে সাঘাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তে আসা এসআই হান্নান জানান, তারা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্যাবাজার বণিক সমিতির সভাপতি মাহমুদ হাসান ডিলু বলেন, “বাজারের পাহারাদাররা ভোর ৫টায় তাদের ডিউটি শেষ করে চলে যায়। এটি পূর্বপরিকল্পিত কিনা, তা পুলিশি তদন্তে স্পষ্ট হবে। আমরা চোরচক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

স্থানীয় ব্যবসায়ীরা সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।