বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

বেরোবিতে পরীক্ষার ব্যাকলগ সিস্টেম চালু ও টিউশন ফি কমানোর সিদ্ধান্ত

রকিবুল হাসান মুন্না

আগস্ট ২৬, ২০২৫, ০৫:৫০ পিএম

বেরোবিতে পরীক্ষার ব্যাকলগ সিস্টেম চালু ও টিউশন ফি কমানোর সিদ্ধান্ত

ছবি-দিনাজপুর টিভি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক কাউন্সিলের ৫৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার ব্যাকলগ সিস্টেম চালু এবং টিউশন ফি কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

  • পরীক্ষার ব্যাকলগ সিস্টেম: শিক্ষার্থীদের জন্য পরীক্ষার ব্যাকলগ সিস্টেম চালুর বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করা হয় এবং এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

  • টিউশন ফি কমানো: কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি সভার সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে (১৬তম ব্যাচ) ভর্তিকৃত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে টিউশন ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের সেমিস্টার ভর্তি ফি পুনর্বহাল করা হবে।

সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার এবং একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।