আগস্ট ২৭, ২০২৫, ১২:১৫ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান মন্তব্য করেছেন, কিছু শিল্পী ও সাংস্কৃতিক কর্মী ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতাচ্যুত স্বৈরাচারের জন্য 'মায়াকান্না' করছে। মঙ্গলবার (২৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
সেলিমা রহমান বলেন, শিল্পী সমাজ সমাজের প্রতিনিধি এবং তাদের সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকা উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের শিল্পী সমাজে বিভাজন সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র, যুবক, শ্রমিক, জনতা, নারী, পুরুষ, শিশু সবাই রাস্তায় নেমে এসেছিল। সেদিন শিশুদের হত্যা করা হয়েছে, ছাত্রদের হত্যা করা হয়েছে, যার দায়ভার তৎকালীন স্বৈরসরকারের।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের কারণে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু কিছু শিল্পী এখনো ষড়যন্ত্র করছেন। সেলিমা রহমান শিল্পীদের উদ্দেশ্যে বলেন, শিল্পচর্চার মাধ্যমে দেশের মানুষের জীবন, তাদের কথা বলার অধিকার তুলে ধরতে হবে। তিনি প্রতিবাদী শিল্পী সমাজকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে, জনগণের অধিকার ও গণতন্ত্রের জন্য সোচ্চার থাকার আহ্বান জানান।
মানববন্ধনে জাসাসের অন্যান্য নেতা এবং অভিনেতা শিবা শানুসহ অভিনয় ও নাট্য শিল্পীরাও বক্তব্য রাখেন।