আগস্ট ২৬, ২০২৫, ১১:৫২ পিএম
পরিবর্তিত আবহাওয়ার কারণে বর্তমানে চুল পড়ার হার বেড়ে যায়। এ অবস্থায় দামি প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় সুফল পাওয়া যায় না। তবে এই সমস্যার সমাধান হতে পারে নতুন ও প্রাকৃতিক উপাদান সবুজ কফি। ওজন কমানো এবং উজ্জ্বল ত্বকের পাশাপাশি এই কাঁচা বীজ আপনার চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনতে পারে।
সবুজ কফি মূলত অপরিশোধিত ও ভাজাবিহীন কাঁচা কফির বীজ। এতে থাকা পুষ্টিগুণ সাধারণ কফির তুলনায় অনেক বেশি। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে ক্ষয়রোধ করে। পাশাপাশি, এতে থাকা অ্যামিনো অ্যাসিড চুলকে ভেতর থেকে মজবুত করতে সাহায্য করে।
এক কাপ পানিতে দুই চামচ সবুজ কফির দানা মিশিয়ে ফুটিয়ে নিন। এরপর ঠান্ডা হলে মিশ্রণটি ছেঁকে নিন। শ্যাম্পু করার পর এই পানি দিয়ে চুল ধুয়ে হালকা করে ম্যাসাজ করুন। পাঁচ মিনিট রেখে স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুল উজ্জ্বল হবে এবং গোড়া শক্ত হবে।
দুই টেবিল চামচ সবুজ কফির গুঁড়া, তিন টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং এক টেবিল চামচ নারকেল তেল একসঙ্গে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগান। আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এটি মাথার ত্বকের শুষ্কতা কমিয়ে চুলের আর্দ্রতা বাড়াতে সাহায্য করবে।
এক টেবিল চামচ সামান্য মোটা দানার সবুজ কফির গুঁড়া, এক টেবিল চামচ অলিভ অয়েল এবং এক চা চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি মাথার ত্বকে তিন থেকে পাঁচ মিনিট আলতো করে ঘষুন এবং পরে শ্যাম্পু করে ফেলুন। এটি মাথার ত্বকে জমে থাকা ময়লা ও মৃত কোষ পরিষ্কার করতে কার্যকরী।
সপ্তাহে সর্বোচ্চ দুই দিন সবুজ কফি ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত ব্যবহারে মাথার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। ব্যবহারের আগে অবশ্যই অল্প জায়গায় প্যাচ টেস্ট করে নিতে হবে, যেন কোনো ধরনের সমস্যা না হয়।