আগস্ট ২৭, ২০২৫, ১২:১৫ এএম
কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল যানজট নিরসন ও ভেজাল খাদ্য বিক্রি প্রতিরোধ করা। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানভীর হোসেন।
অভিযান চলাকালে বাজারের ফুটপাত দখল করে রাখা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে, রাস্তার পাশে অবৈধভাবে পার্ক করে যানজট সৃষ্টির দায়ে দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ১ হাজার টাকা এবং একটি সিএনজি চালিত অটোরিকশাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
যানজট নিরসনের পাশাপাশি ভেজাল খাদ্য প্রতিরোধে পরিচালিত এই অভিযানে বাজারের দুটি মিষ্টির দোকানেও অনিয়ম ধরা পড়ে। এ সময় নান্টু ঘোষের মিষ্টির দোকানকে ৩ হাজার টাকা এবং মুসলিম মিষ্টি ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “বাজারে সাধারণ জনগণের ভোগান্তি কমানো এবং ভেজালমুক্ত খাদ্যপণ্য নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে ফুটপাত দখল করলে কিংবা ভেজাল খাদ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।