আগস্ট ২৬, ২০২৫, ১১:৩২ পিএম
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য একটি সাত সদস্যের টাস্কফোর্স গঠন করেছে নির্বাচন কমিশন।
সোমবার (২৬ আগস্ট) রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই টাস্কফোর্স নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
গঠিত এই টাস্সফোর্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানী। তার সঙ্গে সদস্য হিসেবে থাকছেন:
-
ড. শহীদুল ইসলাম (শহীদুল জাহিদ) - ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ
-
ড. শাহীনুর রহমান - শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
-
ড. মোহাম্মদ হাবিবুর রহমান - মনোবিজ্ঞান বিভাগ
-
ড. মুহাম্মদ রফিকুল ইসলাম - সহকারী প্রক্টর
-
তাসফিয়া আমান
-
রেজাউল করিম সোহাগ
এই কমিটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তের পাশাপাশি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।