মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

রুমিন-হাসনাতের বাক্যযুদ্ধ: ‍‍`ফকিন্নির বাচ্চা‍‍` মন্তব্য নিয়ে বিতর্ক

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৬, ২০২৫, ১০:১৯ এএম

রুমিন-হাসনাতের বাক্যযুদ্ধ: ‍‍`ফকিন্নির বাচ্চা‍‍` মন্তব্য নিয়ে বিতর্ক

ছবি- সংগৃহীত

সম্প্রতি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মধ্যে তীব্র কথার লড়াই রাজনৈতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে। এই বিতর্ক শুরু হয় নির্বাচন কমিশনে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের শুনানির সময় দুই দলের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাকে কেন্দ্র করে।

ঘটনার পর এক সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপি আগামী নির্বাচনে ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন কমিশনের ঘটনা ছিল একটি 'টেস্ট ম্যাচ'। তিনি রুমিন ফারহানাকে ইঙ্গিত করে বলেন, তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী ও ফ্ল্যাটভোগী। যদিও পরে এক ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করেন যে, তিনি কোনো নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে।

 

এর জবাবে সোমবার (২৫ আগস্ট) রুমিন ফারহানা তার ভেরিফায়েড ফেসবুক পেজে হাসনাতকে উদ্দেশ্য করে লেখেন, "এটা ওই ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?" একই পোস্টে তিনি হাসনাতের একটি ভুয়া ছাত্রলীগ প্যাডও শেয়ার করেন, যা পরে যাচাই করে দেখা যায় যে এটি একটি জাল প্যাড।

রুমিন ফারহানার এই মন্তব্যটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকে তার এই মন্তব্যকে 'অশালীন' আখ্যা দিয়েছেন, আবার অনেকে তার পক্ষেও সমর্থন জানিয়েছেন। এই ঘটনা দুই রাজনৈতিক দলের দুই নেতার ব্যক্তিগত আক্রমণ এবং কটূ ভাষার ব্যবহার নিয়ে রাজনীতির শালীনতা ও ভদ্রতার প্রশ্ন সামনে এনেছে।

এ ঘটনার আগে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেছিলেন, "আমি একজন নারী। শুনানিতে আমাকে প্রথমে ধাক্কা দেওয়া হয়। আমার লোকজন বসে থাকবে কেন? তাদের প্রতিক্রিয়ায় যা ঘটেছে, সেটা স্বাভাবিক।"

পুরো ঘটনায় রুমিন এবং হাসনাত—দু'পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছেন।