বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

গোপালগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৫, ০৩:৪০ পিএম

গোপালগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি- সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলার শিকার সাংবাদিকরা হলেন কালের কণ্ঠের প্রতিনিধি মিজানুর রহমান বুলু এবং যুগান্তর প্রতিনিধি এইচএম মেহেদী হাসনাত। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে গোপালগঞ্জ জেলার সাংবাদিকরাও একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা বলেন, দেশে একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। কোটালীপাড়ায় ঘটে যাওয়া এই হামলা তারই ধারাবাহিকতা। বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

আহত সাংবাদিক মিজানুর রহমান বুলু অভিযোগ করেন, গত ২৬ আগস্ট তার ওপর এই হামলা চালানো হয়। এর কারণ হিসেবে তিনি বলেন, গত ১০ আগস্ট কালের কণ্ঠে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাউদ্দিন দাড়িয়ার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়। এর জেরে সরকারি কর্মচারী বাহাউদ্দিন ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

কোটালীপাড়া প্রেস ক্লাব সভাপতি এইচএম মেহেদী হাসনাত বলেন, হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে টানা তিন দিন এক ঘণ্টা করে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করা হবে। এরপরও দোষীরা গ্রেপ্তার না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, এই ঘটনার পর বিএনপি, জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদের নেতারা আহত সাংবাদিকদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। গোপালগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠনও এই হামলার নিন্দা জানিয়েছে এবং দ্রুত দোষীদের বিচারের দাবি তুলেছে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।